ঘেরাটোপ (পর্ব-২২)
ছেলেটা ঠাণ্ডা বরফের উপর শুয়ে থাকে। আকাশের তারাগুলো এক-এক করে নিভে আসতে চায়। খুব দ্রুত ভোর হয়ে আসছে। আকাশ থেকে আবারও ফুল ঝরছে। সেই ফুলের রঙ আর হলুদ নয়। সেই ফুলের রঙ সাদা। রাখীর হাত বাহার নিজের হাতের ভিতরে নেয়। মর্গের ছাদ বেয়ে, ভোরের আকাশ বেয়ে সাদা ফুল ঝরে পড়ছে। “এই রাগে ঋষভ আর ধৈবত কোমল, তুমি চিনতে পারছ?” ফিসফিস করে বাহার রাখীকে জিজ্ঞেস করে। উন্মুক্ত চত্বরে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে রাখীও স্বগতোক্তিতে জবাব দেয়, “পারছি বাহার। আমি পারছি ঠিক।” (ধারাবাহিক রচনা, পর্ব ২২)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 15 April, 2025 | 85 | Tags : The Siege Serialised Novelette- series - twenty -two